অভিনব বিবাহ বার্ষিকী পালন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর এবং তার স্ত্রী মিতালী৷

News Banner

সমাজের অবহেলিত মানুষদের নিয়ে নিজেদের ১৩তম বিবাহ বার্ষিকী পালন করলেন খড়গ্রাম ব্লকের বিডিও বাপী ধর। আনন্দ ভাগ করে নিলেন হোমের ছোট্ট শিশুদের সঙ্গে।

নিজেরা কেক কেটে নিজেদের আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানিয়েই পালন করা হয় এই ধরনের অনুষ্ঠান। বিশাল একটি ভুরিভোজের আয়োজন করা হয়। তবে যখন এই বিবাহ বার্ষিকী সমষ্টি উন্নয়ন আধিকারিকের হয় তাতে তো একটা চমক থাকবেই। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর এবং তার স্ত্রী মিতালী ধর ১৩ বছর আগে আজকের দিনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই দিনটিকে মাথায় রেখে প্রতিবছরের মতো এবছরও তারা বিবাহ বার্ষিকী পালন করলেন। তবে আত্মীয়-স্বজনকে ডেকে ভুরিভোজ করিয়ে নয়, খড়গ্রামের বিভিন্ন হোমের আবাসিকদের আমন্ত্রণ জানিয়ে৷

বিডিও বাপী ধরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। বিডিও চাইলেই বিলাসিতার সঙ্গে দিন কাটাতে পারতেন। তবে তিনি তা করেননি৷ স্বামীর এই উদ্যোগকে হাসি মুখে মেনে নিয়ে হোমের আবাসিকদের সঙ্গে বিবাহ বার্ষিকীর দিন কাটাচ্ছেন বিডিও পত্নী মিতালী ধর।খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে ডাঃ আম্বেদকর জনসেবা মিশনে বেশ কিছু আবাসিক থাকে। তাদের সঙ্গে এক টুকরো আনন্দ ভাগ করে নিয়ে দিনভর সময় কাটালেন বিডিও দম্পতি। বিভিন্ন রকম খেলাও পরিবেশন করা হয় ছোট্ট শিশুদের সঙ্গে। তবে অন্যভাবে দিনটি পালন করে খুশি বিডিও এমনকি ছোট্ট আবাসিক শিশুরাও।

.